দোহারে শুভ্র ফাউন্ডেশনের ঈদ সামগ্রী বিতরণ

230

ঢাকার উপজেলায় মুকসুদপুর ইউনিয়নে শুভ্র ফাউন্ডেশনের পক্ষ থেকে গরিব ও অসহায় পরিবারের মাঝে মানবিক সহায়তা প্রদান করা হচ্ছে। এর ধারাবাহিকতায় আজ ১৯ই মে মঙ্গলবার দোহার উপজেলার মুকসুদপুর ইউনিয়নে প্রায় ১২০০ টি সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে খাদ্য সহায়তা হিসেবে ঈদ সামগ্রী প্রদান করে শুভ্র ফাউন্ডেশন । এসময় প্রতিটি ব্যক্তির হাতে হাতে এ খাদ্য সামগ্রী নিজ হাতে তুলে দেন নিবন্ধন বাংলাদেশের সাবেক মহাপরিদর্শক ড. খান মুহাম্মদ আব্দুল মান্নান। শুভ্র ফাউন্ডেশন উপহারে যাযা ছিল লুঙ্গি , শাড়ি,তেল,লবন,সাবান,চিনি,চিনিগুড়া চাউল।

বর্তমানে সারা দেশের মত দোহারেও করোনা ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। ফলশ্রুতিতে চলমান লকডাউন এর কারণে সাধারণ জনজীবন অনেকটাই বিপর্যস্ত। এর ফলে চরম বিপাকে পড়েছেন দোহারের মধ্যবিত্ত ও নিম্নবিত্ত পরিবারগুলো। নানা শ্রেণি পেশার মানুষ কাজ হারিয়ে এক প্রকার অসহায় অবস্থায় জীবন যাপন করছে । স্বাভাবিক আয়ের উৎস চলমান না থাকা এবং সামান্য জমানো অর্থ শেষ হয়ে যাওয়ায় ক্ষুধার্ত অবস্থায় দিন যাপন করছে এসব পরিবারের অনেক সদস্যরা। তাই এই অসহায় মানুষগুলোর কষ্ট দূরীকরণে ও তাদের মুখে হাসি ফুটানোর লক্ষে ত্রাণ সহায়তা নিয়ে পাশে দাঁড়িয়েছে মুকসুদপুর ইউনিয়নের শুভ্র ফাউন্ডেশনের প্রধান পৃষ্ঠপুষক ড. খান মুহাম্মদ আব্দুল মান্নান।

অন্য খবর  নবাবগঞ্জের মদের গ্রাম রূপারচরের ১৫ মাদক ব্যবসায়ীর আত্মসমর্পণ

এই কঠিন সময়ে ত্রান পেয়ে অসহায় মানুষগুলোর মুখে হাসি ফুটেছে।

আপনার মতামত দিন