দোহারে শিক্ষকদের মাঝে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী বিতরণ

585

দোহারের জয়পাড়া পাইলট উচ্চ বিদ্যালয়ে গতকাল ১২ মার্চ রবিবার বিকেলে বঙ্গবন্ধু পরিষদ ও জাপান বাংলাদেশ কালচারাল ফাউন্ডেশন এর পক্ষে আদর্শ সমাজ গঠনে শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকদের সাথে মতবিনিময় ও বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের সাবেক শিক্ষা সচিব এনআই খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কর্নেল (অব:) সাজ্জাদ জহির (বীর প্রতীক)।

বঙ্গবন্ধু পরিষদ জাপান শাখার সভাপতি ও প্রতিষ্ঠাতা জাপান বাংলাদেশ কালচারাল ফাউন্ডেশন শেখ এমদাদের উদ্যোগে ও দোহার উপজেলার সকল শিক্ষক সমাজের সহযোগিতায় এই অনুষ্ঠান সম্পন্ন হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা ফেরদৌস সুলতানা, শিক্ষক হায়াৎ আলী মিয়া, একলাল উদ্দিন আহমেদ, এসএম খালেক, ফারুক-ই আজম, মোঃ এরশাদ হোসেন, কামাল হোসেনসহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ। অনুষ্ঠানটি পরিচালনা করেন ড্যাফোডিলস্ হাই স্কুলের শিক্ষিকা শারমীন আক্তার।

 

আপনার মতামত দিন