দোহারে শামীমা রাহিম শীলার ত্রান বিতরণ

381
শামীমা রাহিম শীলা

 

ঢাকা জেলার দোহার উপজেলার দক্ষিন শিমুলিয়াতে দোহার উপজেলার সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা রাহিম শীলার পক্ষ থেকে করোনায় ক্ষতিগ্রস্থ ১০০ পরিবারের মাঝে ত্রান বিত্রন করা হয়েছে। শামীমা রাহিম শীলার পক্ষ থেকে দোহার উপজেলা বিএনপি নেতাকর্মী ও শামীমা রাহিম শীলার আস্থাভাজন আব্দুল হান্নানের তত্বাবধানে এই ত্রান বিতরন করা হয়। এই সময় এই ১০০ পরিবারের মাঝে হাসি ফুটেছে।

সারা দেশের মতো দোহারও করোনা মহামারীতে আক্রান্ত। সাধারন মানুষের কাজ না থাকায় এক প্রকার অসহায় ও ক্ষুধার্ত অবস্থায় তারা দিন যাপন করছে। এই সময় এই অসহায় পরিবারগুলোর পাশে এসে দাড়ায় দোহার উপজেলার সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা রাহিম শীলা। শামীমা রাহিম শীলা বর্তমানে সুক্তরাজ্যে থাকায় তার পক্ষে সার্বিক তত্ত্বাবধান করেন সাবেক ছাত্রদল নেতা আব্দুল হান্নান। এই সময় যুক্তরাজ্য থেকে শামীম রাহিম শীলা নিউজ৩৯কে বলেন, দেশের এই পরিস্থিতিতে সবার এগিয়ে আসতে হবে। মানুষ বাচলে দেশ বাচবে। এই দেশের মানুষকে বাচাতে হবে। সকল জাতীয়তাবাদী শক্তিকে এক হয়ে সাধারন মানুষের পাশে এসে দাড়াতে হবে।

 

শামীমা রাহিম শীলা

এই কঠিন সময়ে শামীমা রাহিম শীলার ত্রান পেয়ে অসহায় মানুষগুলোর মুখে হাসি ফুটেছে।

আপনার মতামত দিন