দোহারে রমজানে বাজার মনিটরিং প্রশাসনের অভিযান

43
দোহারে রমজানে বাজার মনিটরিং প্রশাসনের অভিযান

পবিত্র রমজান মাস উপলক্ষে খাদ্য নিরাপত্তা নিশ্চিত ও বাজার মনিটরিং করতে ঢাকার দোহার উপজেলার লটাখোলা ও জয়পাড়া বাজারে বেশ কয়েকটি দোকানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে উপজেলা প্রশাসন। রবিবার (২ এপ্রিল) দোহার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম মুস্তাফিজুর রহমান এ ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন। এ সময় খাদ্যে ভেজাল, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও বাজার মনিটরিং করা হয়। ভ্রাম্যমান আদালত সূত্র জানায়, দোহার উপজেলার জয়পাড়া ও লটাখোলা বাজারের ৪ টি দোকানে মূল্য তালিকা প্রদর্শিত না থাকায় তাদেরকে সতর্ক করা হয় এবং তিন হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়। দোহার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম মুস্তাফিজুর রহমান বলেন, প্রত্যেক ব্যবসায়ীকে খাদ্যের মান নিশ্চিত, স্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত, বাসি পঁচা খাবার বিক্রি বন্ধ নিশ্চিত করার জন্য সচেতন করা হয়েছে। তাছাড়াও পণ্যের অতিরিক্ত মূল্য না রাখার জন্য সতর্ক করা হয়েছে। ভ্রাম্যমান আদালতের অভিযানে সহযোগিতা করেন দোহার থানার পুলিশ। খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে দোহার উপজেলায় এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে হঁশিয়ারি করেন দোহার উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম মুস্তাফিজুর রহমান।

আপনার মতামত দিন