দোহারে মৎস্য সপ্তাহ উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময়

23

একসাথে সারা দেশে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২১, (২৮ আগস্ট থেকে ০৩ সেপ্টেম্বর) সপ্তাহ ব্যাপী অনুষ্ঠানের প্রথম দিনে- ‘বেশি বেশি মাছ চাষ করি, বেকারত্ব দূর করি’ প্রতিপাদ্য নিয়ে উপজেলার মৎস্য কর্মকর্তা মোছাঃ লুৎফুন্নাহার দোহারের কর্মরত সাংবাদিকগণের সাথে মত বিনিময় সভায় করেছেন।

দোহার উপজেলা মৎস্য কমকর্তা মোছাঃ লুৎফুন্নাহার বলেন, মহামারি কোভিড আমাদের জনজীবনে ব্যাপক হতাশা ও বেকারত্বের হার বাড়িয়ে দিয়েছে। বাংলাদেশ মৎস্য খাত জিডিপি’তে দিন দিন অভূতপূর্ণ ভূমিকা রাখছে। এই সম্ভাবনাময় খাতকে ধরে রাখতে শিক্ষিত বেকার যুবকদের অংশ গ্রহণ খুবই গুরুত্বপূর্ণ।

তিনি আরো বলেন, গতবার সাংবাদিকরা আমাদের যে ভাবে সাহায্য সহযোগিতা করেছেন। আশা করি আপনারা এবারও আমাদের সে ভাবে সাহায্য সহযোগিতা করবেন।

আপনার মতামত দিন