বুধবার দোহার উপজেলায় করোনা সংক্রমণ প্রতিরোধে মাস্ক ব্যবহার ও স্বাস্থ্য বিধি অমান্য করায় জয়পাড়া বাজার, করম আলীর মোড় ও থানার মোড়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেছে দোহার উপজেলা প্রশাসন। এসময় ঘরের বাইরে মাস্ক ব্যবহার না করার দায়ে ২০ জনকে অর্থদন্ড দেওয়া হয়। একই সাথে যাদের মাস্ক ছিলো না তাদেরকে দোহার উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মাস্ক পড়িয়ে দেয়া হয়। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট সহকারি কমিশনার (ভূমি) জ্যোতি বিকাশ চন্দ্র দোহার থানা পুলিশের প্রত্যক্ষ সহযোগিতায় এই অভিযান পরিচালনা করেন।
নির্বাহী ম্যাজিষ্ট্রেট জ্যোতি বিকাশ চন্দ্র বলেন, করোনা সংক্রমণ রোধে স্বাস্থ্যবিধি মেনে চলতে সরকারের নির্দেশনা রয়েছে। এই নির্দেশনা অমান্য করায় ২০ জনকে অর্থদন্ড দেয়া হয়েছে। অভিযান চলমান থাকবে। মুখে মাস্ক ব্যবহার করতে হবে নয়তো আইনের কঠোর প্রয়োগ করা হবে।