দোহারে মাদকসহ ব্যবসায়ী আটক

1603
দোহারে মাদকসহ ব্যবসায়ী আটক

ঢাকার দোহার উপজেলায় মো. জামান হোসেন (২৫) নামে এক শীর্ষ মাদক ব্যবসায়ীকে ১৮০পিস ইয়াবাসহ আটক করেছে দোহার থানা পুলিশ। রবিবার রাতে মৌড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত মাদক ব্যবসায়ী মুকসুদপুর ইউনিয়নের মৌড়া এলাকার মনু মোড়লের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, মুকসুদপুর এলাকায় মাদক বেচাকেনা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে দোহার থানার পুলিশের একটি দল অভিযান চালিয়ে ১৮০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী জামানকে আটক করে থানা নিয়ে আসে। পরে দোহার থানা মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে সোমবার সকালে কোর্টে প্রেরণ করা হয়েছে।
এ বিষয় দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম জানান, আটককৃত জামান উপজেলার একজন শীর্ষ পর্যায়ের মাদক ব্যবসায়ী তার বিরুদ্ধে দোহার থানায় একাধিক অভিযোগসহ মামলা রয়েছে।

আপনার মতামত দিন