দোহারে মা ইলিশ ধরায় ৪ জেলের কারাদণ্ড

1450

ঢাকার দোহারে মা ইলিশ শিকার বন্ধে পদ্মা নদীতে শুক্রবার রাতে অভিযান চালিয়েছে প্রশাসন। সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার করায় চার জেলেকে আটক করে প্রত্যেককে এক বছর করে জেল দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

জানা যায়, মা ইলিশ শিকার বন্ধে টানা অভিযানের অংশ হিসেবেগত ১৪ ই অক্টোবর শুক্রবার সন্ধ্যা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত দোহারের পদ্মা নদীতে অভিযান পরিচালনা করেন উপজেলা মৎম্য অফিসের কর্মকর্তারা। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা মৎস্য কর্মকর্তা এবিএম জাকারিয়া, এ সময় উপস্থিত থেকে সহযোগিতা করেন নারিশা ইউনিয়নের চেয়ারম্যান মো. সালাউদ্দিন দরানী। পদ্মা নদীতে মাছ শিকারের সময় উপজেলার বিলাসপুর ইউনিয়নের রাধানগর গ্রামের শুকুর আলী ও মিলন বেপারী, দেবীনগর গ্রামের মিয়া চান এবং ফরিদপুরের সদরপুর উপজেলার নন্দলালপুর গ্রামের দুদু মিয়া শেখকে আটক করা হয়।

একই সঙ্গে ইলিশ শিকারে ব্যবহৃত ইঞ্জিনচালিত তিনটি ট্রলার জব্দ করা হয়। পরে আটককৃতদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে তাদের প্রত্যেককে এক বছর করে কারাদন্ড প্রদান এবং জব্দকৃত তিনটি ট্রলার বাজেয়াপ্ত করে তা নিলামের মাধ্যমে বিক্রির নির্দেশ দেয়া হয়।

আপনার মতামত দিন