দোহারে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস সুমহান মর্যাদায় উদযাপন

181

ঢাকার দোহার উপজেলা জয়পাড়া পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে গতকাল মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযথ মর্যাদায় উদযাপন অনুষ্ঠিত হয়েছে। দোহার উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা আক্তার রিবার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক গৃহায়ণ গণপূর্ত প্রতিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আবদুল মান্নান খান, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আলমগীর হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান শামীমা রাহিম, উপজেলা মুক্তিযোদ্ধা বিষয়ক সাবেক কমান্ডার মো. রজ্জব আলী মোল্লা, মোহাম্মদ মহিউদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী আহসান খোকন শিকদার প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভৃমি) সালমা খাতুন ও মৎস্য কর্মকর্তা এবিএম জাকারিয়া। অনুষ্ঠান প্রথম পর্ব শেষে অতিথিরা উপস্থিত সব মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের হাতে প্রথমে ফুল দিয়ে সম্মাননা স্মারক বই ও নগদ অর্থ প্রদান করেন।

আপনার মতামত দিন