দোহারে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৩২০০০ টাকা জরিমানা

264

ঢাকার দোহার উপজেলায় জয়পাড়া বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণের জন্য মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মঙ্গলবার দুপুরে জয়পাড়া বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।

এ সময় অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রয় ও মূল্য তালিকা প্রদর্শিত না থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৩৮ ও ৪০ ধারা অনুযায়ী ৬ টি ব্যাবসা প্রতিষ্ঠানকে মোট ৩২,০০০ টাকা জরিমানা করা হয়।

এছাড়াও, আয়োজনের মোড় এবং রতন চত্বর এলাকায় অভিযান পরিচালনা করে সড়ক পরিবহন আইন, ২০১৮ অনুযায়ী ১৪ জন মোটরসাইকেল আরোহীকে ৭,৭০০ টাকা জরিমানা আরোপ করা হয়।

অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ ফজলে রাব্বি সে সময় তিনি বলেন,
যে সময় মোটরসাইকেল আরোহী প্রয়োজনীয় কাগজ পত্র দেখাতে পারেনি তাদেরকে জরিমানা করা হয়েছে। এবং অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রয় ও মূল্য তালিকা প্রদর্শিত না থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৩৮ ও ৪০ ধারা অনুযায়ী ৬ টি ব্যাবসা প্রতিষ্ঠানকে মোট ৩২,০০০ টাকা জরিমানা করা হয়েছে।

তিনি আরো বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

অভিযানে সহোযোগিতা করেন দোহার থান পুলিশ।

আপনার মতামত দিন