দোহারে ব্যবসায়ীকে কুপিয়ে জখম

467

ঢাকা জেলার দোহার উপজেলার দক্ষিণ জয়পাড়া গাংপাড় এলাকার মো. মুসলেম (৫০) নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। রবিবার রাত আনুমানিক সোয়া আটটার দিকে এ ঘটনা ঘটে।

এলাকাবাসীর কাছ থেকে জানা যায়, দক্ষিণ জয়পাড়া গাংপাড় এলাকার ব্যবসায়ী মুসলেমের উপর রাত সোয়া আটটার দিকে আক্রমন চালায় দুর্বৃত্তরা। এই সময় তাকে এলোপাথারি কুপিয়ে তাকে ফেলে পালিয়ে যায়। এই সময় আশংকাজনক অবস্থায় তার স্বজনরা তাকে উদ্ধার করে। উদ্ধার করে তারা দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরন করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত ঘটনার প্রকৃত কারন জানা যায়নি।

আপনার মতামত দিন