সম্প্রতি দোহারে বেড়ে গিয়েছে চুরির ঘটনা

296

কাজি জিয়াদ ♦ গত কয়েক মাসে ডাকাতির ঘটনায় দোহারের মানুষ ছিল সর্বদাই আতঙ্কিত। কিন্তু সম্প্রতি বেড়ে গিয়েছে চুরির ঘটনা। গত এক সপ্তাহে দোহারের বিভিন্ন স্থান থেকে বেশ কিছু চূরির খবর পাওয়া গিয়েছে। দোহারের সুতারপাড়া গ্রামের আব্দুর রহিমএর বাসা থেকে গত ১৯ তারিখে তার একটি বাইসাইকেল চুরি হয়।

গত ২১ তারিখে পশ্চিম সুতারপাড়া দারুল আখড়া জামে মসজিদের তালা ভেঙে মসজিদের ইমামের বাইসাইকেল চুরির ঘটনা ঘটে। একই দিনে স্থানীয় এলাকার কয়েকটি বাড়িতে বিদেশী কম্বল ও বেশকিছু বস্ত্র সামগ্রী চুরি হয় বলে স্থানীয় সূত্রে জানা যায়।

চলতি মাসের ২২ তারিখে লটাখোলা গ্রামের এক ভদ্রমহিলার বাসায় আর একটি চুরির ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায় উক্ত ভদ্রমহিলা তার বাচ্চাকে নিয়ে স্কুলে গেলে বাড়ি ফিরে দেখতে পান তার ঘরের জানালার গ্রিল কেটে আট ভরি স্বর্নালঙ্কার ও নগদ আট হাজার টাকা নিয়ে চলে গেছে দুর্বৃত্ত।

১৬ ও ২১ মার্চ জয়পাড়া কলেজের দুই ছাত্রীর বাসায় চুরির ঘটনা ঘটে। তারা জানান, তাদের দুইজনের বাসা থেকে মোট তিনটি মোবাইল সেট চুরি হয়েছে।

অন্য খবর  দোহারের নতুন এসিল্যান্ড মোস্তাফিজুর রহমান

পরপর এতো গুলো চুরির ঘটনা ঘটলেও এ পর্যন্ত কোন অপরাধীকে আটক করতে পারেনি প্রশাসন। এবং এসব চূরির ঘটনায় আতঙ্কিত এলাকাবাসী।

আপনার মতামত দিন