দোহারে বিডি ক্লিনের পরিস্কার অভিযান শুরু

397
বিডি ক্লিন

“পরিচ্ছন্নতা শুরু হোক আমার থেকে” স্লোগানকে সামনে রেখে বিডি ক্লিন দোহার উপজেলা এর উদ্যোগে শুক্রবার থেকে পরিস্কার অভিযান শুরু হয়েছে। দোহার উপজেলা বিডি ক্লিনের পক্ষ থেকে শুরু হওয়া এই পরিস্কার অভিযানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা আক্তার রিবা।

সকাল ১০টা থেকে শুরু হওয়া এই পরিচ্ছন্নতা অভিযানে দোহার উপজেলা পরিষদ থেকে শুরু হয়ে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পর্যন্ত পরিছন্ন করা হয়েছে এবং সচেতন করা হয়েছে আসে পাশের মানুষকে।

বিডি ক্লিন

১ম ইভেন্টের কার্যক্রম পরিচালনা করেন দোহার উপজেলার সম্মানিত নির্বাহী কর্মকর্তা এসময় তিনি পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার লক্ষ্যে বিডি ক্লিনের শপথ বাক্য ও পাঠ করান।

বিডি ক্লিন

আপনার মতামত দিন