দোহার উপজেলার যুবদল ও ছাত্রদলের ২৪ জন নেতাকর্মীকে আটক করেছে দোহার থানা পুলিশ।
পুলিশ জানায়, যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী ও কেন্দ্রীয় যুবদলের সভাপতি মোয়াজ্জেম হোসেন আলালসহ অন্যান্য নেতাকর্মী আটকের প্রতিবাদে যুবদলের ডাকা দেশব্যাপি বিক্ষোভ কর্মসূচী পালন করতে জড়ো হওয়ার চেষ্টা করলে পুলিশ তাদের আটক করে। এসময় তাদের কাছ থেকে কিছু লাঠি ও ইট-পাটকেল উদ্ধার করা হয়।
সোমবার বেলা ১১ টার দিকে দোহার উপজেলা পরিষদ ও স্থানীয় একটি রেষ্টুরেন্ট থেকে সাজ্জাদ হোসেন, মারুফ, মোশারফ হোসেন, লাভলু, ছিদ্দিকুর রহমান, রাব্বি, রবিন হোসেন, মাসুদ, নাজমুল, সজীব, উসমান, রবিন, রাহাত, দুলাল, শাকিল, তুহিন, রাজীব, ফয়সাল, সাইদুল ইসলাম, শাহজাহান, মহসিন, ইমরান হোসেন, রাকিব, রায়হানকে আটক করে থানায় নিয়ে আসে।
থানার অফিসার ইনচার্জ মো. মাহমুদুল হক জানান, পুলিশের অনুমতি না নিয়ে মিছিল সমাবেশ করার সময়ই এই ২৪ জনকে আটক করে আদালতে পাঠানো হয়েছে।
দোহারে বিএনপির নেতাকর্মীদের গ্রেফতারের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে তাদের নিঃশর্ত মুক্তি দাবি করেছেন উপজেলা চেয়ারম্যান কামরুল হুদা।