সদ্য প্রয়াত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ও সাবেক বেসামরিক বিমান চলাচল ও পর্যটন প্রতিমন্ত্রী ও ঢাকা-২ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল মান্নানের স্মরনে দোহারের বিভিন্ন মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও আব্দুল মান্নানের মেয়ে মেহনাজ মান্নানের স্মামী ব্যরিষ্টার নাসির উদ্দিন অসিমের নেতৃত্বে দোহারের বিভিন্ন মসজিদে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ঢাকা জেলার দোহার উপজেলার রাইপাড়া,নিকরা,নারিশা,মুকসেদপুর,মাহমুদপুর,কসুমহাটি,নয়াবাড়ি,ইউনিয়নের বিভিন্ন্য মসজিদ ও এতিমখানায় দোয়ার আয়োজন করা হয়।
এই সময় ব্যারিস্টার নাসির উদ্দিন অসিম বলেন, প্রিয় দোহার ও নবাবগন্জ বাসি আপনারা জানেন যে আ:মান্নান মারা গেছেন তাই আমাদের পরিবারের পক্ষ থেকে জনগনের কাছে দোয়া চাই, তিনি নিঃসন্দেহে একজন ভালো মানুষ ছিলেন, ওনার মৃত পর দলমত নির্বিশেষে সর্ব স্তরের জনগ জানাযায় উপস্থিত হয়েছেন, জেনেছেন দেখেছে সুনেছেন আফসোস করেছেন সবাই। তিনি আরো বলেন, তিনি অনেক ভালো মানুষ ছিলেন, তাই মহান আল্লাহ যেন তাকে কবুল করেনেন ও জান্নাত বাসি করেন, তাই সকলের কাছে দোয়া প্রার্থনা চায়। দোয়া পরিচালনায় করেন,প্রত্যেক মসজিদের মুহতারাম। এছাড়া আরো উপস্থিত ছিলেন ফজলুল হক বেলায়দী ,কবির হোসেন, মিঠু বেপারী, ভিপি সুয়েম, বোরহান, রফিকুল ইসলাম, আসহান আলী,শফিউদ্দিন বাবুল।