দোহারে বসছে ৫ টি কোরবানির হাট

1328

আসন্ন কোরবানীর ঈদকে সামনে রেখে দোহারে বসছে ৫টি পশুর হাট। ইতিমধ্যে কুরবানীর পশুর হাটগুলোর অবকাঠামো গড়ে উঠছে। কুরবানীর এই ঈদকে সামনে রেখে বাংলাবাজার, বাস্তা, জয়পাড়া, মেঘুলা ও ফুলতলায় বসছে কুরবানীর গরুর হাট। পশু কেনাবেচা শুরু না হলেও ইতিমধ্যে সাজসজ্জা সম্পূর্ন হয়েছে হাটগুলোর।

দোহারের সবচেয়ে পুরোনো জয়পাড়া হাট প্রতিবারের মতো এবারে বসছে জয়পাড়া বড় মাঠে। গতবার টেন্ডার সংক্রান্ত ঝামেলায় জয়পাড়া বাজারে বসলেও এই বার বড় মাঠেই হাট মিলছে। যদিও এখনও ঘোষনা আসে নি। তারপরও বড় মাঠেই হাট মেলার সম্ভাবনা সবচেয়ে বেশি।

এছাড়া নয়াবাড়ি ও কুসুমহাটি ইউনিয়নের সীমান্ত বাংলাবাজারে গত কয়েক বছরের মতো এবারো মিলছে কুরবানীর পশুর হাট। এছাড়া কুসুমহাটি ইউনিয়নের বাস্তাতেও কুরবানীর পশুর হাট বসার খবর পাওয়া গেছে।

গত কয়েকবছরের মতো এবারো বসছে মালিকান্দা কুরবানীর পশুর হাট। মেঘুলা বাজারে এই হাট মিলছে।

এছাড়া ফুলতলায় পদ্মা সরকারি কলেজের মাঠে বসছে কুরবানীর পশুর হাট।

আপনার মতামত দিন