দোহারে নতুন মাত্রায় বর্ষবরণ

737

স্টাফ রিপোর্টার, নিউজ ৩৯ :: দোহারের জয়পাড়া মডেল উচ্চ বিদ্যালয়ের মাঠে উদযাপিত হচ্ছে বর্ষবরণ অনুষ্ঠান। নতুন মাত্রায় চালু হওয়া এই মেলায় বৈচিত্রের ব্যাপক সমাহার রয়েছে। মেলায় রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান, হাতির খেলা ইত্যাদী বিভিন্ন ধরণের অনুষ্ঠান। সকালে ইলিশ মাছ ভাজা ও পান্তুা ভাত বিতরণ করা হয়।

বৈশাখ

মেলায় প্রবেশ পথে শিশুরা গালে আঁকিয়ে নিচ্ছে আল্পনা।

 

বৈশাখ

মেলায় হাতি নানা রকম কসরত প্রদর্শণ করে, যা শিশু সহ সব বয়সীদের আকর্ষণ করে।

 

বৈশাখ

মেলায় আসা দর্শকদের একাংশ।

 

বৈশাখ

উপজেলার নানান প্রান্ত থেকে বিভিন্ন সাজে আসতে থাকে অংশগ্রহণকারীরা।

 

বৈশাখ

অনুষ্ঠানে বক্তব্য রাখেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আব্দুল মান্নান খান।

 

বৈশাখ

অনুষ্ঠানে কৃষকদের হাতে ধানের বীজ বিতরণ করা হয়।

 

বৈশাখ

পান্তা-ইলিশ হাতে দুই জন।

আপনার মতামত দিন