দোহারে বানভাসি মানুষের দুয়ারে দুয়ারে ত্রাণ

495

এম রানা, নিউজ৩৯: দোহার উপজেলার নারিশা ইউনিয়নে বন্যায় বানভাসি মানুষের দুয়ারে দুয়ারে ত্রাণ পৌছে দেয়া হচ্ছে। নৌকায় করে, হাড়ি ভাসিয়ে বন্যায় আটকে পড়া দূর্গত দোহার উপজেলার ছাত্রলীগের সাবেক আহবায়ক মোঃ আলমগীর হোসেন। দোহার উপজেলার নারিশা ইউনিয়নের বানভাসি মানুষের মাঝে রান্না করা খাবার উদ্বোধন করেন দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান মো.আলমগীর হোসেন।

ঢাকা-১ আসনের সংসদ সদস্য এবং মাননীয় প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানের নির্দেশে দোহারে বন্যাকবলিত মানুষের মাঝে উপজেলা পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেনের সহযোগিতায় রান্না করা খাবার বিতরন করা হয়।রান্না করা খাবার বিতরণ কর্মসূচি নারিশা ইউনিয়নের বিভিন্ন এলাকায় প্রতিদিন চলবে। সার্বিক তত্ত্বাবধানে আছেন দোহার উপজেলার ছাত্রলীগের সাবেক আহবায়ক মোঃ আলমগীর হোসেন।

এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা ইসলাম বিথী, আওয়ামীলীগের উপ কমিটির সহ সম্পাদক জয়নাল আবেদীন,নারিশা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বখতিয়ার হোসেন (লেবু খাঁন), সাধারণ সম্পাদক মোঃ মুক্তার হোসেন,কেন্দ্রীয় ছাত্রলীগের সহ সম্পাদক শরীফ হাসান,দোহার উপজেলা পৌরসভা ছাত্রলীগের সভাপতি পাপেল মাহমুদ,জয়পাড়া কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুর রহমান শান্ত সহ আরও অনেকে।

অন্য খবর  নিম্নচাপের শঙ্কা, শৈত্যপ্রবাহের আভাস

আপনার মতামত দিন