দোহার উপজেলার নারিশা এলাকায় নারিশা যুবক সমিতি মাঠে আজ শুক্রবার সকাল ১০ টায় বন্যায় ক্ষতিগ্রস্থ ২৫০ টি পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করে ঢাকার দোহার থেকে প্রকাশিত সাপ্তাহিক জাগ্রত জনতা পত্রীকা পরিবার।
পত্রীকাটির সম্পাদক মন্ডলীর সভাপতি বিল্লাল হোসেনের সভাপতিত্বে ত্রাণ বিতরণের সময় উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার মেহবুব কবির, ঢাকা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান শাহজাহান মোল্লা, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলী আহসান খোকন শিকদার, থানা যুবলীগের সদস্য ফারুখ হোসেন নারিশা ইউপি আওয়ামীলীগের সাংগথনিক সম্পাদক কাউছার খালাসী, বিজি নেভিগেশনের এমডি জাহাঙ্গীর হোসেন, জাগত জনতার সম্পাদক আতাউর রহমান সানী, স্টাফ রিপোর্টার মো, যুবায়ের, মোস্তফা কুদ্দুস, এবং স্থানীয় গণ্যমাণ্য ব্যক্তিবর্গ ।
আপনার মতামত দিন