দোহারে প্রায় কোটি টাকার খাসজমি উদ্ধার

185
খাসজমি উদ্ধার
খাসজমি উদ্ধার

মঙ্গলবার ভ্রাম্যমাণ আদালতের অভিযানে, ঢাকা জেলার দোহার উপজেলার মাহমুদপুর ইউনিয়নের কুসুমহাটি মৌজায় প্রায় ৩৩শতাংশ খাসজমি উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় কুতুবপুর পুলিশ ফাঁড়ির সহায়তায় সহকারী কমিশনার (ভূমি) মোঃ মামুন খান অভিযান পরিচালনা করেন। অভিযানকালে কুতুবপুর নৌ পুলিশ ফাঁড়ির জন্য প্রস্তাবিত আর এস ৬৬০, ৬৬১ ও ৬৬৩ দাগে যথাক্রমে ১৬, ৮ ও ৯ শতাংশ মোট ৩৩ শতাংশ খাসজমি উদ্ধার করা হয়।

এসময় খাস জমি ভরাট করে অবৈধভাবে স্থাপিত পাঁচটি টিনশেড চালা ভেঙে ফেলা হয় এবং একটি ঘর তালাবদ্ধ করে নৌ-পুলিশের জিম্মায় দেওয়া হয়।

এসময় দোহার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মামুন খান জানান, উদ্ধারকৃত খাসজমির আনুমানিক বাজার মূল্য প্রায় ১কোটি টাকা। খাসজমি যেন কোনভাবেই আর বেদখলে যেতে না পারে, সেজন্য সীমানা নির্ধারণপূর্বক সাইনবোর্ড টাঙানো হয়েছে। সরকারি জমি উদ্ধারে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন এসি ল্যান্ড মামুন খান।
স্থানীয় জনসাধারণ প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে।

আপনার মতামত দিন