দোহারে প্রতিবন্ধী শিক্ষার্থীরা পেলো হুইল চেয়ার

162
দোহারে প্রতিবন্ধী শিক্ষার্থীরা পেলো হুইল চেয়ার

ঢাকার দোহার উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে সহায়ক উপকরণ বিতরণ করা হয়েছে। সোমবার বেলা ১১টায় উপজেলা শিক্ষা কর্মকর্তার কার্যালয়ে ১২ জন বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের মাঝে ৬টি হুইল চেয়ার, ৩টি হিয়ারিং এইড এবং ৩টি চশমা বিতরণ করা হয়।

উপজেলা শিক্ষা অফিসার হিন্দোল বারী বলেন, কোনো শিক্ষার্থী অর্থের অভাবে অথবা শারীরিক প্রতিবন্ধকতায় বিদ্যালয়ে যেতে পারবে না এটা হতেই পারে না। তিনি আরো বলেন, বর্তমান সরকার শিক্ষাক্ষেত্রে আমূল পরিবর্তন এনেছে। যা আপনারা শিক্ষাক্ষেত্রের বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বুঝতে পারছেন।

কেন্দ্রীয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আব্দুস সালাম মিয়া, উপজেলা প্রধান শিক্ষক সমিতির সভাপতি আবুল কাশেম মিয়া, সিনিয়র সহ সভাপতি রেখা আক্তার, সহকারী শিক্ষক সমিতির সভাপতি নিরুপম গুহ, সহ সভাপতি সাইফুল আলম, সাধারণ সম্পাদক সাইদুর রহমান হিরা, যুগ্ম সম্পাদক হাবিবুর রহমান, হুমায়ুন কবির, ইসলামাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাহফুজা আক্তার এবং শিক্ষার্থীদের অভিবাবকবৃন্দ।

আপনার মতামত দিন