দোহারে পুলিশের তালিকাভুক্ত ছিনতাইকারী আটক

388

মঙ্গলবার দোহার উপজেলায় পুলিশের তালিকাভুক্ত ছিনতাইকারী জাহিদুল ইসলাম নিরব(৩২)কে আটক করেছে দোহার থানা পুলিশ। বুধবার নিরবকে আদালতে সোপর্দ করা হয়েছে। আটকের সময় তার থেকে ৫০ গ্রাম হিরোইন ও ৫০পিছ ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। জাহিদুল নিরব উপজেলার রাইপাড়া ইউনিয়নের জামালচর গ্রামের নাছির উদ্দিনের পুত্র।

এই বিষয়ে দোহার থানার এএসআই (নি:) নান্টু কৃষ্ণ মজুমদার জানান, দোহার থানার অফিসার ইনচার্জ মোস্তফা কামালের নির্দেশনায় আমি সঙ্গীয় ফোর্সের সহায়তায় মঙ্গলবার রাত আটটার দিকে চরকুশাই হতে জামালচর এর চিহ্নিত ছিনতাইকারী ও মাদক ব্যবসায়ী জাহিদুল ইসলাম নিরব’কে ৫০ গ্রাম হেরোইন ও ৫০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করি। পরে বুধবার সকালে তার বিরুদ্ধে নিয়মিত মাদক আইনে মামলা রুজু করে আদালতে সোপর্দ করা হয়।

আপনার মতামত দিন