দোহারে পানিতে ডুবে এক কিশোরীর মৃত্যু

339

আল-আমিন,নিউজ৩৯: বৃহস্পতিবার ১১ই মার্চ দুপুরে হরিচন্ডি বাজারের পাশে মাহমুদপুর খালে নানী বাড়িতে বেড়াতে এসে খুশী আক্তার (১৪)পানিতে গোসল করতে নেমে এ দুর্ঘটনা ঘটে। এমনটাই জানিয়েছেন নিহতের মামা আনোয়ার হোসেন।

ফরিদপুর জেলার চর ভদ্রাসন উপজেলার শালিপুর চর গ্রামের পিতা- হাসেম খন্দকার ও মাতা- শিরতাজ বেগমের মেয়ে খুশী আক্তার। মৃত্যুর খবর পেয়েই ছুটে আসে তার বাবা ও মা। মেয়ের মৃত্যুতে মা বার বার মুর্ছা যাচ্ছে।

জানা যায়, দিনমজুর হাসেম খন্দকারের তিন ছেলেমেয়ে । তাদের মধ্য মেয়ে বড় ও দুই ছেলে ছোট। খুশী আক্তার প্রায় ২০ দিন আগে বেড়াতে এসেছে । প্রায় বেশিসময় তার নানী বাড়িতেই থাকতো। খুশী আগে থেকেই মৃগি রোগে আক্রান্ত ছিলো।

নিহতের মামা আনোয়ার হোসেন কাছ থেকে জানা যায়, দুপুরে নানীর বাড়ির পাশের খালে গোসল করতে যায় খুশি। বাড়ি ফিরতে দেরি হওয়ায় পরিবারের লোকজন তার খোঁজে খালের পাড়ে খুশির জুতা দেখতে পেয়ে চিৎকার শুরু করে। পরে স্থানীয়রা এগিয়ে এসে খালের পানিতে প্রায় ঘন্টা খানেক তল্লাশি করে খুশিকে ‍মৃত অবস্থায় উদ্ধার করে।

অন্য খবর  ঢাকা জেলা পরিষদ: ভুয়া প্রকল্প দেখিয়ে ১৯ লাখ টাকা আত্মসাতের অভিযোগ

দোহার থানার চর মাহমুদপুর পুলিশ ফাঁড়ীর এস আই মোস্তফা বলেন, ঘটনাটি কেউ থানায় জানায়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।

আপনার মতামত দিন