দোহারে পরীক্ষা হলে শিশুর স্ট্রোক

371

দোহারের জয়পাড়া মডেল স্কুলে বার্ষিক পরীক্ষাকালীন ব্রেইন স্ট্রোক করেছে মো. বায়েজিদ নামের স্কুলছাত্র।তার বাড়ী দোহারের উত্তর জয়পাড়া গ্রামে। বাবা – সৌদি প্রবাসী আবুল কালামের। সে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী।

জয়পাড়া মডেল স্কুলের সিনিয়র শিক্ষক নজরুল ইসলাম খান নিউজ৩৯কে ফোনে বলেন, মঙ্গলবার বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষা ছিল বায়েজিদের। ওর কক্ষেই দায়িত্ব পালন করছিলাম আমি। হঠাৎ ওকে অসুস্থ দেখে আমি ওর শারিরিক অবস্থা জিজ্ঞাসা করি, সে কিছুই বলতে পারে না। ছেলেটির এমন অবস্থা দেখে দ্রুত আমি ওকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই। সেখানে দায়িত্বে থাকা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ছেলেটির সার্বিক অবস্থা দেখে ব্রেইন স্ট্রোকের কথা জানান। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে জরুরি ভিত্তিতে ঢাকায় নেওয়ার পরামর্শ দেন চিকিৎসকরা। অভিভাবকরা ছেলেটিকে নিয়ে ঢাকায় রওনা দিয়েছেন।

সিনিয়র শিক্ষক নজরুল ইসলাম খান আরো বলেন, সর্বশেষ তথ্য অনুযায়ী বায়েজিদ এখন মোটামুটি ভাল আছে। আজকে কোন টেস্ট করাতে পারি নি। কাল সকালে টেস্ট করা হবে।

সিনিয়র শিক্ষক নজরুল ইসলাম খানের তাৎক্ষণিক সিদ্ধান্তে অভিভাবকেরা তাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।

 

আপনার মতামত দিন