দোহারে নুরপুরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

719
Dohar Upazila Map দোহার উপজেলা ম্যাপ
দোহার উপজেলা

দোহারে এক’শ আশি পিছ ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে দোহার থানা পুলিশ। গতকাল সোমবার বিকেল সাড়ে তিনটার সময় দোহার পৌরসভার পশ্চিম নুরপুর এলাকা থেকে আরিফ হোসেন নামে ঐ ইয়াবা ব্যবসায়ীকে গ্রেপ্তার করে বলে দোহার থানা পুলিশ সূত্রে জানা গেছে। সে পশ্চিম নুরপুর গ্রামের আব্দুর রহমানের ছেলে।

দোহার থানার ওসি ( তদন্ত ) শেখ সোহেল রানা বলেন,“এক’শ আশি পিছ ইয়াবা ট্যাবলেটসহ আরিফ নামে ঐ মাদকব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে”।

আপনার মতামত দিন