দোহারে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরায় ৩ জেলে আটক; পুড়লো ১ লাখ ৭০ হাজার মিটার কারেন্ট জাল

29
দোহারে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরায় ৩ জেলে আটক

ইলিশের ডিম ছাড়ার মৌসুম শুরু হয়েছে গত ৪ অক্টোবর থেকে। এই সময় সরকার ইলিশ মাছ ধরা, পরিবহন ও বাজার জাত করনের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। কিন্তু তারপরও থেমে নেই গোপনে ইলিশ মাছ ও বিক্রি। ইলিশের এই প্রজনন মৌসুমে ইলিশ মাছ ধরা বন্ধে নিয়মিতই অভিযান পরিচালনা করছে দোহার উপজেলা প্রশাসন। তারই ধারাবাহিকতায় সোমবার সকালে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার দায়ে ঢাকার দোহারের পদ্মা নদী থেকে ৩ জেলেকে আটক করেছে নৌপুলিশ। সোমবার সকালে উপজেলা কুতুবপুর নৌপুলিশ পদ্মা নদীর বিভিন্ন স্থানে এ অভিযান চালায়।

এই সময় তাদের কাছ থেকে জব্দকৃত প্রায় ৯০ হাজার মিটার কারেন্ট জাল মৈনটঘাটে পুঁড়িয়ে ধ্বংস করা হয়। এছাড়া জব্দকৃত মাছ স্থানীয় একটি এতিমখানায় বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন দোহার উপজেলা কুতুবপুর নৌ পুলিশের ইনচার্জ মোঃ ছামছুল আলম সহ নৌ পুলিশের একটি দল।

এর আগেরদিন রবিবারও  ইলিশ রক্ষায় অভিযান চালিয়েছে উপজেলা কুতুবপুর নৌ পুলিশ ও উপজেলা মৎস্য অধিদপ্তর। এসময় ৮০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। পরে জব্দকৃত কারেন্ট জাল পদ্মানদীর তীরে পুঁড়িয়ে ধ্বংস করা হয়।

অন্য খবর  ঢাকা বিশ্ববিদ্যালস্থ দোহারের শিক্ষার্থীদের ইফতার ও নতুন কমিটি গঠন

এসময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা লুৎফুন্নাহার ও কুতুবপুর নৌ পুলিশের ইনচার্জ মোঃ ছামছুল আলম, এএসআই জসিম উদ্দিন সহ নৌ পুলিশের একটি দল।

আপনার মতামত দিন