দোহারে নির্মিত হবে আন্তর্জাতিক ক্রিকেট একাডেমী – ঢাকা ডাইনামাইটস

    467

    আগামী ৩ (তিন) বছরের মধ্যে ক্রিকেটকে প্রাধান্য দিয়ে ঢাকার দোহারে একটি আন্তর্জাতিক মানের পূর্ণাংগ স্পোর্টিং একাডেমী । এটি হবে বিশ্ব মানের একটি ক্রিকেট একাডেমী। তথ্যটি জানিয়েছেন ঢাকা ডাইনামাইটসের প্রধান নির্বাহি ওবায়েদ আর নিজাম।

    আগামী বিপিএল এ বর্তমান চ্যাম্পিয়ন ঢাকা ডাইনামাইটস এর দল কেমন হবে, সে বিষয়ে জানতে চাইলে ঢাকা ডাইনামাইটসের বর্তমান সিইও ওবায়েদ আর নিজাম গণমাধ্যমকে বলেন, চ্যাম্পিয়নের ধারাবাহিকতা ধরে রাখার জন্য এবার ঢাকা ডাইনামাইটস গড়বে বিশ্বমানের দল। আর শুধু খেলা নয়, এদেশের খেলা তথা ক্রিকেটকে প্রাধান্য দিয়ে গড়া হবে আন্তর্জাতিক মানের পূর্ণাংগ স্পোর্টিং একাডেমী ।

    তিনি আরও বলেন, এদেশের ক্রীড়া ক্ষেত্রে দীর্ঘদিন ধরে বেক্সিমকো গ্রুপ পৃষ্ঠপোষকতা করে আসছে। আর বেক্সিমকো যা বলে, তা করে বলেই মানুষ বিশ্বাস করে। তাই ঢাকার দোহারে নির্মিত হচ্ছে আন্তর্জাতিক মানের পূর্ণাংগ ক্রিকেট একাডেমী। সর্বোচ্চ ২ থেকে ৩ বছরের মধ্যে তা নির্মিত হবে। আর এই একাডেমী ক্রিকেট সহ সকল প্রকার খেলা-ধুলায় রাখবে শীর্ষস্থানীয় ভূমিকা। এছাড়া দোহার নবাবগঞ্জ সহ তৃণমূলের খেলোয়াড়রা  উঠে আসবে এই একাডেমীর মাধ্যমে।

    অন্য খবর  মুরাদ বাহিনীর তাণ্ডবে অতিষ্ঠ নয়নশ্রীবাসী

     

    আপনার মতামত দিন