দোহারে নিরাপদ খাদ্য বিষয়ক জনসচেতনতা মূলক কর্মসূচি অনুষ্ঠিত

24

ঢাকা দোহার উপজেলায় নিরাপদ খাদ্য নিশ্চিতে জনপ্রতিনিধিদের নিয়ে ‘নিরাপদ খাদ্য বিষয়ক’ জনসচেতনতা মূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ঢাকা জেলা কার্যালয় ও সহযোগিতায় দোহার উপজেলা প্রশাসনের আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়।

সোমবার (২৬ ডিসেম্বর) সকাল সাড়ে ১১ টায় দোহার উপজেলার সভাকক্ষে এই কর্মসূচির আয়োজন করা হয়।
দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মোবাশ্বের আলমের সভাপতিত্বে সচেতনতা মূলক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , দোহার উপজেলার চেয়ারম্যান ও দোহার উপজেলার আওয়ামী লীগের সভাপতি আলমগীর হোসেন।

অনুষ্ঠানে বক্তারা নিরাপদ খাদ্য সচেতনতায় বিভিন্ন বিষয় তুলে ধরেন। মূল প্রবন্ধ উপস্থাপক হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা থেকে আগত নিরাপদ খাদ্য অফিসার মোছা: রৌশন আরা বেগম।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দোহার উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জসীমউদ্দিন, দোহার পৌরসভার মেয়র মোঃ আলমাছ উদ্দিন, দোহার উপজেলার নির্বাচনী কর্মকর্তা রেজাউল ইসলাম, দোহার উপজেলার বিলাশপুর ইউনিয়নের চেয়ারম্যান রাশেদ চোকদারসহ আরো অনেকে।

আপনার মতামত দিন