দোহারে নিরাপদ খাদ্য বিষয়ক জনসচেতনতামূলক সেমিনার

46

ঢাকা জেলার দোহার উপজেলা মুজিববর্ষ উপলক্ষ্যে শিক্ষা প্রতিষ্ঠানে নিরাপদ খাদ্য বিষয়ক জনসচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০.৩০ মিনিটে জয়পাড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এফএম ফিরোজ মাহমুদ নাঈমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আলমগীর হোসেন।

অনুষ্ঠানে নিরাপদ খাদ্য বিষয়ে নিয়ে বিভিন্ন ধরনের আলোচনা করা হয়।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, দোহার উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) ফজলে রাব্বি, মোঃ জয়নাল আবেদীন তথ্য ও গবেষণা বিষয়ক সদস্য, বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় উপ-কমিটি, দোহার থানা পুলিশ সেকেন্ড অফিসার রাকিব হোসেন, জয়পাড়া পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী প্রমুখ।

আপনার মতামত দিন