দোহারে নতুন করে ৭ জন  করোনায় আক্রান্ত

643
দোহারে নতুন করে ৩৯ জনের করোনা শনাক্ত

ঢাকা জেলার দোহার উপজেলায় নতুন করে করোনা ভাইরাসে ৭ জন আক্রান্ত হয়েছে। এই নিয়ে দোহার উপজেলায় মোট আক্রান্ত হয়েছে ৫৭৬ জন। এ পর্যন্ত এক নারীসহ ৯ জনের মৃত্যু হয়েছে করোনা সংক্রমনে।

সোমবার বেলা সাড়ে ১১ টায় দোহার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জসিম জানায়, উপজেলার বিভিন্ন এলাকা থেকে বেশ কয়েকজনের নমুনা সংগ্রহ করে ঢাকা পাঠানো হয়। সে নমুনা থেকে ৭ জনের করোনা পজেটিভ আসে। এ সাতজন নিয়ে এ পর্যন্ত মোট ৫৭৬ জন আক্রান্ত হয়েছে। সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন ৫৩৪ জন।

এর মাঝে এক নারীসহ নয়জনের মৃত্যু হয়েছে। বর্তমানে কোয়ারেন্টাইনে আছে হাসপাতালে ৬ এবং বাড়িতে আছে ২৭ জন। আক্রান্তদের চিকিৎসা সেবা চলছে এবং তাদের স্বজনদেরও কোয়ইনন্টে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

আপনার মতামত দিন