দোহারে নতুন করে ৩ জন করোনায় আক্রান্ত

347
দোহার

দোহারে নতুন করে ৩ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। এই নিয়ে দোহারে করোনা ভাইরাসে আল্রান্তের সংখ্যা দাড়িয়েছে ৩৮ জন। দোহার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জসিমউদ্দিন ও দোহার উপজেলা সহকারী কমিশনার (ভূমি)জ্যোতি বিকাশ চন্দ্র নিউজ৩৯কে এই ব্যাপারে নিশ্চিত করেছেন।

দোহারে নতুন আক্রান্ত করোনা রোগী ৩ জনের বাড়ি দোহারের ভিন্ন ভিন্ন ৩টি ইউনিয়নে। এর মাঝে বিলাশপুরে ১জন, মাহমুদপুরে ১ জন ও কুসুমহাটিতে একজন। নতুন করে আক্রান্ত ৩ জনের মাঝে দুই জন নারী ও ১ জন পুরুষ।

আপনার মতামত দিন