দোহারে ধর্ষনের অভিযোগে যুবক আটক

281

নিউজ৩৯.নেট :: দোহারের চর লটাখোলায় ধর্ষনের অভিযোগে এক ব্যাক্তিকে আটক করেছে দোহার থানা পুলিশ। শুক্রবার দুপুরে ঘটে যাওয়াএই ঘটনার পর বিকালে এক নারীর (২২) অভিযোগের ভিত্তিতে পুলিশ তিন জনকে আটক করে। পরবর্তীতে মূল অভিযুক্ত হেলালকে (২৭) আটক রাখে পুলিশ।

আজ শনিবার মামলার অধিকতর তদন্তের জন্য অভিযোগকারীকে ডাক্তারি পরিক্ষার জন্য ঢাকার মিডফোর্ড হসপিটালে পাঠানো হয়েছে। এই ঘটনার তদন্ত করছেন এস আই কাদের। ঘটনা প্রমাণিত হলে মামলা করা হবে বলে জানিয়েছেন মামলার তদন্তকারী কর্মকর্তা।

আপনার মতামত দিন