জয়পাড়া বাজারের দোকান কর্মচারীসহ দোহারে নতুন করে দুইজনের করোনা শনাক্ত

722
দোহারে দুইজনের করোনা

ঢাকা জেলার দোহার উপজেলায় নতুন করে আরও দুইজনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে দোহার উপজেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৬ জনে। নতুন আক্রান্ত এক জন জয়পাড়া বাজারের এক দোকানের কর্মচারী। সোমবার (৪ মে) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জসিম উদ্দিন।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. জসিমউদদীন বলেন, জয়পাড়া বাজারের কর্মচারী ২১ বছর বয়সী আক্রান্ত ওই যুবকের শরীরে করোনার তেমন উপসর্গ ছিল না। আক্রান্ত অবস্থায় সে রাইপাড়া আকন বাড়ির মসজিদে নামাজ আদায়, জয়পাড়া বাজারে দোকানে কাজ করা সহ বিভিন্ন স্থানে যাতায়াত করেছে। ওই বিষয়গুলো মাথায় নিয়ে উপজেলা ও থানা প্রশাসনের সাথে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

তার বাড়ি উত্তর রাইপাড়া গ্রামে আকন বাড়ি মসজিদের পাশে। সে জয়পাড়া বাজারের একটি চাল-ডালের দোকানের কর্মচারী।

দোহারে নতুন করে আক্রান্ত দুইজনের মাঝে রয়েছেন একজন নারী চিকিৎসক। এই নারী চিকিৎসকের বাড়ি নারিশা। তিনি মুলত সোহরাওয়ার্দি হাসপাতালের একজন চিকিৎসক। তার বয়স ৫০ বছর। করোনা পরীক্ষা করার জন্য মুলত তিনি দোহারে এসেছিলেন এবং নমুনা দিয়ে তিনি আবার ঢাকা চলে যান। তার স্বামীও একজন চিকিৎসক। এই ডাক্তার বর্তমানে ঢাকায় অবস্থান করছেন।

অন্য খবর  নির্মল রঞ্জন গুহ সুস্থতার পথে; সকলের দোয়া প্রার্থনা

উল্লেখ্য সবশেষ দোহারের বিভিন্ন স্থান থেকে ১১ জনের নমুনা পরীক্ষার জন্য ঢাকার আইইডিসিআর-এ পাঠানো হয়।

আপনার মতামত দিন