দোহারে দুই মাদকসেবীর কারাদন্ড

249

ঢাকার দোহারে মো. রুবেল (২৪) ও শফিউদ্দিন (৫০) নামে দুই মাদকসেবীকে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। বুধবার বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আফরোজা আক্তার রিবা’র ভ্রাম্যমান আদালত রুবেলকে ১৫ দিনের এবং শফিউদ্দিনকে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড দেন।

বুধবার সকালে জয়পাড়া থানার মোড় এলাকা থেকে রুবেলকে ও বৌবাজার খালপার থেকে শফিউদ্দিনকে মাদকসহ হাতেনাতে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের দোহার সার্কেলের ইন্সপেক্টর শিবনাথ কুমার শাহার নেতৃত্বে একটি দল।

পরে আটককৃতদের দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট আফরোজা আক্তার রিবা দুজনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।

কারাদন্ড প্রাপ্ত শফিউদ্দিন উপজেলার খালপার বৌ-বাজার এলাকার মো. রহমান বেপারীর ছেলে  এবং রুবেল মাদারিপুর শিবচর চাঁনগাও এলাকার নুরু বেপারীর ছেলে।

আপনার মতামত দিন