দোহারে দুই ডাকাত গ্রেফতার

246

ঢাকার দোহার উপজেলায় ২৪ ঘণ্টার ব্যবধানে আহমেদ ও আফসার নামে চিহ্নিত ২ ডাকাতকে গ্রেফতার করেছে থানা পুলিশ। মঙ্গলবার ও বুধবার রাতে তাদের গ্রেফতার করা হয়। তারা দোহার থানার একটি ডাকাতি মামলার আসামি। গ্রেফতারকৃত আহমেদ উপজেলার মাহমুদপুর ইউনিয়নের নারায়ণপুর গ্রামের রহিমের ছেলে। আফসার চরকুসুমহাটি গ্রামের মৃত হোসেন দেওয়ানের ছেলে।

দোহার থানার উপপরিদর্শক মো. হারুন জানান, মঙ্গলবার রাত দেড়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মাহমুদপুর ইউনিয়নের নারায়ণপুর গ্রাম থেকে আহমেদকে গ্রেফতার করা হয়। বুধবার তাকে আদালতে প্রেরণ করা হয়েছে। তিনি আরও জানান, বুধবার রাত ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চরকুসুমহাটি গ্রামের ফজলের বাড়ি থেকে আফসারকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার তাকে আদালতে প্রেরণ করা হয়।

আপনার মতামত দিন