দোহারে তুচ্ছ ঘটনায় কুপিয়ে যখম

1507

দোহারে তুচ্ছ ঘটনায় একজনকে গুরুতর জখম করেছে একদল বখাটে মাদকসেবী। সে এখন দোহার উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্সে চিৎসাধীন অবস্থায় আছে । জানা যায়, মঙ্গলবার সকালে দোহার উপজেলার মুকসুদপুর ইউনিয়নের বানিয়াবাড়ী গ্রামের হাজির ব্রীজ সংলগ্ন এলাকায় পিয়াল গাজী (১৮) এর উপর হামলা চালায় জিহাত, রিফাত, রানা, জাকির, শহিদ, ইমন সহ অন্যান্যরা। গুরুতর জখম পিয়ালকে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নতর চিকিৎসা এবং সিটি স্ক্যানের পরামর্শ দেয়া হয়েছে।

জানা যায়, দুই এলাকার দুই গ্রুপ কিশোরদের বাগবিতণ্ডা থেকে ঘটনার সূত্রপাত। আজ স্থানীয় ইউপি চেয়ারম্যান মাধ্যমে সালিশে বিষয়টি মীমাংসা হওয়ার কথা ছিলো। সকালে প্রাইভেট পড়া শেষ করে পিয়াল হাজীব্রীজের নিকট আসলে এই হামলার ঘটনা ঘটে বলে তার দুই প্রাইভেট সহপাঠী জানান।

এই ব্যাপারে দোহার থানায় অভিযোগ করা হয়েছে। ডিউটি অফিসার বিষয়টি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন।

আপনার মতামত দিন