ঢাকার দোহার উপজেলার বিলাসপুর ইউনিয়নের দেবীনগর এলাকায় চয়না ধৌয়াইর জাল কারখানায় এক যুবককে কুপিয়ে গুরুতর আহত করা হয়েছে। মঙ্গলবার রাত ন’টায় এ ঘটনা ঘটে। পুলিশ বলছে তারা কিছুই জানে না অথচ বিলাসপুর ইউনিয়ন চেয়ারম্যান রাশেদ চোকদার সাধারণ ডায়েরি করিয়েছেন।
আহত নাঈমের মা নাজমা (৩২) বলেন, দেবীনগর এলাকার আবু বয়াতির ছেলে নাঈম বয়াতি(১৮) ও কুলছুরি এলাকার মহম্মদ সারেং এর ছেলে নুরুদ্দিন সারেং (২৫) এর চায়না জাল তৈরির কারখানায় কাজ করা নিয়ে কথাকাটাকাটি হয়। এ ঘটনার কিছুক্ষন পরেই নুরুদ্দিন তার দলবল নিয়ে আমার ছেলে নাঈম বয়াতির উপর চড়াও হয়ে তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারি কুপিয়ে যখম করে। পরে তাকে আহত অবস্থায় প্রথমে আমরা দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়। ঢাকা থেকে চিকিতসা নিয়ে আজকে আবার দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে তাকে ডাক্তার ভর্তি রাখে। তার অবস্থা আশংকাজনক বলে জানান চিকিৎসক। এখন আমরা চাই, যারা আমার ছেলেকে মারছে তাদের সঠিক বিচার যেন হয়।
এবিষয়ে দোহার থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আজহারুল ইসলাম বলেন, এবিষয়ে আমি কিছু জানি না, মামলা হলে হয়তো জানতাম।