দোহারে তিন ইউপিতে নৌকার মাঝি হলেন যারা

99
দোহারে তিন ইউপিতে নৌকার মাঝি হলেন যারা

ঢাকা দোহার উপজেলার রায়পাড়া, সুতারপাড়া, মাহমুদপুর ইউনিয়ন পরিষদের নির্বাচন তফসিল অনুযায়ী আগামী ২ নভেম্বর অনুষ্ঠিত হবে। সেই লক্ষ্য ক্ষমতাসীন দল আওয়ামী লীগের নৌকা প্রতিকে জন্য মনোনয়ন পত্র দেওয়া হয়েছে।

মঙ্গলবার রাতে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কর্যালয় ধানমন্ডি৩২ নম্বরে এক বৈঠকে এই প্রার্থীদের চুড়ান্ত দেওয়া হয়। বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া সাক্ষরিত এক প্যাডে এই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের নৌকা প্রতিকের জন্য মনোনয়ন দেওয়া হয়।

মাহমুদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদের নৌকা প্রতিকে মনোনয়ন পত্র দেওয়া হয়েছে আইয়ুব আলীকে,
সুতারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদের নৌকা প্রতিকে মনোনয়ন পত্র দেওয়া হয়েছে শেখ নাসির উদ্দীনকে, রায়পাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদের নৌকা প্রতিকে মনোনয়ন পত্র দেওয়া হয়েছে মোঃ আমজাদ হোসেনকে।

আপনার মতামত দিন