ঢাকা দোহার উপজেলায় ৫০তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার প্রতিষ্ঠান পর্যায়ে শুভ উদ্বোধন এবং ১২০তম জয়পাড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান ২০২২ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে জয়পাড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে এ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এফএম ফিরোজ মাহমুদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আখতারুজ্জামান ভূঁইয়া, উপ-পরিচালক মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর,বাংলাদেশ,ঢাকা।
সেসময় আরো উপস্থিত ছিলেন দোহার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, একাডেমিক সুপার ভাইজার এবং মাধ্যমিক পর্যায়ের সকল প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকগন।
আপনার মতামত দিন