দোহারে জয়িতা পদক পেলেন শিরিয়া বেগম

132

মাহমুদুল হাসান সুমন (দোহার প্রতিনিধি) :ঢাকা জেলার দোহার উপজেলা কর্তৃক আয়োজিত বেগম রোকেয়া দিবস ২০২৪ উদযাপন উপলক্ষে জয়িতা পদক পেলেন শিরিয়া বেগম(৭৩)।তিনি তাদের শিক্ষিত ও প্রতিষ্ঠিত ৬ সন্তানের জন্য এ পদক পান।সোমবার এ পদক ও সনদ তুলে দেন দোহার উপজেলার নির্বাহী কর্মকর্তা ইলোরা ইয়াসমিন। এ সময় সিরিয়া বেগম ও তার দুই কন্যা উপস্থিত থেকে এ পদক প্রহন করেন।তার স্বামী মরহুম হেলাল উদ্দিন আহমেদ।তার যোগ্য সন্তানেরা হলেন:হেলেনা আক্তার (৫৭) অধ্যাপক,
ইডেন মহিলা কলেজ, শামীমা আক্তার (৫৫)
প্রধানশিক্ষক
(ভারপ্রাপ্ত),
বেগম আয়েশা পাইলট উচ্চ বালিকা বিদ্যালয় ও কলেজ, শবনম শিউলি (৫২),
সহকারি ভাইস প্রেসিডেন্ট, মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড,সামিরা আহমেদ (৪৯)
গৃহিণী ,সানজিদা আহমেদ (৪৭)
ব্যবসায়ী ও উদ্যোক্তা,
সোহরাব হোসেইন (৩৮)
ব্যবসায়ী।তার এ পদক প্রাপ্তিতে তার পরিবার ও এলাকার মানুষেরা তার প্রশংসায় পঞ্চমুখ।তিনি সকলের দোয়া চেয়েছেন।

আপনার মতামত দিন