দোহারে ছাত্রদল কমিটি বাতিলের দাবিতে মিছিল সমাবেশ

638

ঢাকার দোহারে জাতীয়তাবাদী ছাত্রদলের থানা কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে থানা ছাত্রদলের বিক্ষুব্ধ নেতাকর্মীরা। গত ৮ই সেপ্টেম্বর শনিবার সকালে উপজেলার সুতারপাড়া এলাকায় বিক্ষোভ মিছিল ও পথসভা করেছেন পদবঞ্চিতরা।
পথসভায় বক্তারা বলেন, বর্তমান সরকারবিরোধী আন্দোলনে দোহারের নেতা-কর্মীরা সবচেয়ে বেশি ত্যাগ স্বীকার করেছেন। ঢাকা জেলা ছাত্রদলের সভাপতি হাজী মো.দেলোয়ার হোসেন মাছুম ও রেজাউল করিম জুয়েল এর স্বাক্ষরিত প্যাঠে এ পকেট কমিটি করা হয়েছে।কমিটি অতিদ্রুত বাতিল করে ত্যাগী ও সরকার বিরোধী আন্দোলনের পরীক্ষিত নেতা-কর্মীদের দিয়ে ছাত্রদলের এই কমিটি পুর্নগঠন করতে হবে এবং বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার হস্তক্ষেপ চেয়েছেন তাঁরা।
দোহার থানা ছাত্রদল নেতা মো.দিদার শেখের সভাপতিত্বে উপস্থিত ছিলেন জিল্লুর রহমান,সাবেক এজিএস মাহবুব, লিমন, মো: আলামিন, মানিক শিকাদার, ও চঞ্চল প্রমূখ।

আপনার মতামত দিন