দোহারে গাজা সেবন অবস্থায় ২ জন আটক

521

ঢাকার দোহার মেঘুলা বাজার এলাকা হতে ২ জনকে গাজা সেবনরত অবস্থায় আটক করেছে র‍্যাব-১১।

বৃহস্পতিবার দুপুরে র‍্যাব-১১দোহার উপজেলা ভ্রাম্যমাণ আদালত সহকারি কমিশনার(ভূমি) ম্যাজিস্ট্রেট জ্যোতি বিকাশ চন্দ্র কাছে নিয়ে আসে র‍্যাব-১১। প্রথম জিঙ্গেসায় জানা জায় মোঃ মিশা(২৮) বিলাসপুর, লিটন বেপারি (৪০)নারিশা

এসময় ২জন কে সহকারি কমিশনার(ভূমি) ম্যাজিস্ট্রেট জ্যোতি বিকাশ চন্দ্র মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬ এর ২১(৩) ধারায় ৩ মাস করে বিনাশ্রম কারাদন্ড ও ১০০০/- টাকা অর্থদন্ড আরোপ করা হয়।

আপনার মতামত দিন