দোহারে গাজা সহ আটক ১

240

ঢাকা দোহার চর লটাখোলায় বৃহস্পতিবার ১০ই ডিসেম্বর দুপুর ২টায় ১ জনকে গাজা সহ আটক করা হয়েছে। চরলটাখোলা এলাকায় মিন্টু মাদবর(৩০)পিতাঃমজিবর মাদবর তার নিজের দোকানে গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ইন্সপেকটর শাহজাহান এর নেতৃত্বে আটক করা হয়।
পরে আটক কৃত দোহার উপজেলায় আনা হলে দোহার উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ম্যাজিস্ট্রেট জ্যোতি বিকাশ চন্দ্র মিন্টু কে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩ মাস বিনাশ্রম কারাদণ্ড ও ৫ শত টাকা জরিমানা করা হয় অনাদায়ে আরো ৩দিন কারাদন্ডে দন্ডিত করেন।

আপনার মতামত দিন