দোহারে কৃষকলীগের নারিশা ইউনিয়ন ওয়ার্ড সম্মেলন অনুষ্ঠিত

কৃষকলীগের সভাপতি আবুল কালাম আজাদ বলেন, আমাদের ঐক্যবদ্ধ ভাবে প্রধানমন্ত্রী হাতকে শক্তিশালী করতে আমাদের কৃষকলীগকে আরো শক্তিশালী করতে হবে।

238

শরিফ হাসানঃ ঢাকা জেলার দোহার উপজেলার নারিশা ইউনিয়নে কৃষকলীগের ত্রি-বার্ষিক ওয়ার্ড সম্মেলনের আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় নারিশা ইউনিয়ন পরিষদের সভাকক্ষে “দেশ বাঁচাও,কৃষক বাঁচাও এ শ্লোগান সামনে রেখে এই সম্মেলনের আয়োজন করা হয়। অনুষ্ঠানের সঞ্চালনা করেন দোহার উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক হামিদুর রহমান খান হিমু।

এসময় দোহার উপজেলা কৃষকলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ বলেন, আমাদের ঐক্যবদ্ধ ভাবে এগিয়ে আসতে হবে। সমাজ থেকে মাদক,ইভটিজিং নিরমুল করার জন্য আমাদের সকলকে কাজ করতে হবে। প্রধানমন্ত্রী হাতকে শক্তিশালী করতে আমাদের কৃষক লীগকে আরো শক্তিশালী করতে হবে।

বক্তব্য শেষে অতিথিদের সামনে নারিশা ইউনিয়নের চারটি ওয়ার্ডের কমিটি সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হয়। ১নং ওয়ার্ডের -সভাপতি হোসেন মোল্লা, সাধারন সম্পাদক- মোতালের শিকদার। ২নং ওয়ার্ডের – সভাপতি আঃ রহিম মোরল, সাধারন সম্পাদক- শেখ আঃ রহমান ফালু। ৪নং ওয়ার্ডের সভাপতি ফজলু মাদবর,সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মাদবর। ৬নং ওয়ার্ডের সভাপতি মোঃ নোয়াব খান ও সাধারণ সম্পাদক মোঃ মোশারফ হোসেনকে নারিশা ইউনিয়ন কৃষক লীগের দায়িত্ব দেওয়া হয়।

অন্য খবর  কমিটি বাতিলের দাবীতে দোহার বিএনপি’র বিক্ষোভ

এসময় উপস্থিত ছিলেন,নারিশা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বখতিয়ার হোসেন লেবু খান,নারিশা ইউনিয়নের সাধারন সম্পাদক মোক্তার হোসেন , দোহার উপজেলা আওয়ামী লীগের সদস্য আবুল বাসার মৃধা, দোহার উপজেলা কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন, সাবেক নারিশা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সেলিম তালুকদার প্রমুখ।

আপনার মতামত দিন