দোহারে কুরবানির অবৈধ হাট উচ্ছেদ করেছে প্রশাসন

427
বৃহস্পতিবার বিকালে দোহারে কুরবানি পশুর অবৈধ হাট উচ্ছ্বেদ করেছে দোহার উপজেলা প্রশাসন। উপজেলা ভ্রাম্যমান আদালত ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারি কমিশনার (ভুমি) জ্যোতি বিকাশ চন্দ্র এই অভিযান পরিচালনা করেন।
গোপন সংবাদের ভিত্তিতে, নির্বাহী ম্যাজিস্ট্রেট জ্যোতি বিকাশ চন্দ্র উপজেলার কুসুমহাটি ইউনিয়নের বাস্তা গ্রামে অবৈধ পশুর হাট বসার খবর পেয়ে, সেখানে গিয়ে হাটটি উচ্ছেদ করেন। অভিযানের খবরে স্থানীয় প্রভাবশালী হাট আয়োজকেরা দ্রুত সটকে পড়েন। এ সময়ে ভ্রাম্যমান আদালতের ম্যাজিষ্ট্রেট আয়োজকদের কাউকে না পেয়ে পশুর অবৈধ হাটটি উচ্ছেদ করেন এবং ক্রেতা ও বিক্রেতাদের সর্তক করেন যেন ভবিষ্যতে আবার কেউ এরকম চেষ্টা না করে ।
পরে দোহার উপজেলার প্রশাসনের পক্ষে জ্যােতি বিকাশ চন্দ্র অভিযান চালান কুসুমহাটি ইউনিয়নের বাংলাবাজারে। সেখানে স্বাস্থ্যবিধি না মানায় হাট ইজারাদার রবিউল ইসলামকে ১০০০ হাজার টাকা জরিমানা করা। এছাড়া যাদের মুখে মাস্ক নাই তাদেরকে তিনি নিজে মাস্ক পড়িয়ে দিয়ে সতর্ক করেন।
আপনার মতামত দিন