ঢাকার দোহার উপজেলায় গতকাল করোনা ভাইরাসে আক্রান্ত নারীর মৃত্যু হয়েছে। গত ১২ মে মঙ্গলবার দোহার উপজেলার লটাখোলা গ্রামের এক নারীর দেহে করোনা শনাক্ত হয়। আজ সকালে চিকিৎসার জন্য তাকে দোহার থেকে ঢাকার কুর্মিটোলা হাসপাতালে প্রেরণ করা হলে পথেই তার মৃত্যু হয়।বিষয়টি নিশ্চিত করেছেন দোহার উপজেলা সহকারি কমিশনার(ভূমি) জনাব জ্যোতি বিকাশ চন্দ্র।
করোনা সংক্রামনে মারা যাওয়া এই নারীর নাম সুমা পাল (বয়স ২৯)। সে জয়পাড়া পাল বাড়ির মদন পালের মেয়ে।
জনাব জ্যোতি বিকাশ চন্দ্র নিউজ৩৯ কে জানান, গতকাল করোনা আক্রান্ত নারীকে চিকিৎসার জন্য আজ সকালে ঢাকায় পাঠানো হয়। কিন্তু অবস্থার অবনতি হওয়ায় রাস্তায় তার মৃত্যু হয়। এ সময় আক্রান্ত ব্যক্তির বাড়ি সহ আশে পাশের ১০ টি বাড়ি লকডাউন ঘোষণা করা হয়। আজ বিকেল ৫ টায় দোহারে মৃত ব্যক্তির সৎকার সম্পন্ন করা হবে বলে জানান জ্যোতি বিকাশ চন্দ্র।
উল্লেখ্য করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরন করা মহিলা কিডনির রোগ সহ নানা জটিল রোগে ভুগছিলেন