ঢাকার দোহার উপজেলায় ওয়ারেন্টভুক্ত ৪ আসামী ও এক গরুচোর সহ ৫ আসামীকে আটক করেছে দোহার থানা পুলিশ।
মঙ্গলবার রাত সাড়ে ১০ টায় উপজেলার লক্ষীপ্রসাদ গ্রামের নিজ বাড়ী থেকে ওয়ারেন্টভুক্ত আসামী ঝন্টু(৩০), ফারুক(৪০), পাপ্পু(২৫) ও পারভীন(৩৮)কে আটক করে থানায় নিয়ে আসে।
বুধবার সকালে আটককৃতদের কোর্টে প্রেরণ করেন। আটককৃত ঝন্টু আজিজ বেপারীর ছেলে, ফারুক খালেক শিকদারের ছেলে, পাপ্পু ফারুকের ছেলে এবং পারভীন ফারুকের স্ত্রী ও সকলেই দোহার উপজেলার লক্ষীপ্রসাদ গ্রামের বাসিন্দা।
অপর দিকে, বুধবার সকালে শহীদ বাবুর্চী(৫০) নামে এক গরু চোরকে আটক করে। আটককৃত শহীদ বাবুর্চী ফরিদপুর জেলার মুরালীদাহ গ্রামের ইউসুফ বেপারীর ছেলে। সে নবাবগঞ্জ উপজেলার কোমরগঞ্জ গ্রামের মন্জুর বাড়ীর ভাড়াটিয়া।
আপনার মতামত দিন