দোহার উপজেলার বাহ্রা হাবিল উদ্দিন উচ্চ বিদ্যালয়ে এসএসসি নির্বাচনী পরীক্ষায় অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। সরকার ও দুদক থেকে নির্দেশনা দেয়া হয়েছে এক বিষয়েও কেউ অকৃতকার্য হলে কোনো শিক্ষার্থী বোর্ড পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না। অথচ নিয়মনীতি উপেক্ষা করে অকৃতকার্য কিছু শিক্ষার্থীর বিশেষ সুবিধায় পরীক্ষায় সুযোগ করে দিয়েছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও পরিচালনা পর্ষদের কতিপয় সদস্য। উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা আক্তার রিবা ঘটনার সত্যতাও পেয়েছেন। অভিযোগের সূত্র ধরে জব্দ করা হয়েছে ওই বিদ্যালয়ে নির্বাচনী পরীক্ষার সব উত্তরপত্র। বিদ্যালয়ের প্রধান শিক্ষক সরোজ কুমার বলেন, ২১৭ জন শিক্ষার্থীর মধ্যে ৬৯ জন পরীক্ষার্থী পাস করেছে। আর পুরনো শিক্ষার্থী আছে ৪২ জন। মোট ১১১ জনকে বোর্ডে পরীক্ষার জন্য পাঠানো হবে। ১৪৮ জনকে নির্বাচিত করার ক্ষেত্রে একটু ভুল হয়েছিল।
দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা আক্তার রিবা বলেন, আমি ঘটনাস্থলে গিয়েছিলাম। শিক্ষার্থীদের অভিযোগ পেয়েছি। নির্বাচনী পরীক্ষার ফলাফলে অনিয়মের সত্যতা পাওয়া গেছে। জব্দ করা হয়েছে উত্তরপত্র। শিক্ষাক্ষেত্রে এমন অনিয়ম মেনে নেয়া যায় না। বিদ্যালয় কর্তৃপক্ষ সরকার ও দুদকের নির্দেশনাও মানছে না। আমি প্রতিটি স্কুলের ব্যাপারে খোঁজখবর নিয়ে যেসব স্কুল এ ধরনের কাজ করেছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবো।
![](https://news39.net/wp-content/uploads/2023/08/protiva-coaching-ad-primary-teacher-2023-min.jpg)