দোহারে এশিয়ান টিভির বর্ষপূর্তি পালন

76
দোহারে এশিয়ান টিভির বর্ষপূর্তি পালন

“নয় পেরিয়ে দশে পদার্পন, সবার সাথে এশিয়ান টেলিভিশন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঢাকার দোহার উপজেলায় এশিয়ান টিভি’র ১০ম বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে। বেসরকারি স্যাটেলাইট চ্যানেল এশিয়ান টেলিভিশন‘র ৯ম বর্ষ পেরিয়ে ১০ম বর্ষে পা রেখেছে।

শনিবার সকাল ১১টার দিকে এশিয়ান টেলিভিশনের দশম বর্ষপূর্তি উপলক্ষ্যে “বর্ণমালা বিদ্যালয়” ভাওয়ালিয়া (নবাবগঞ্জ) শাখার সুবিধা বঞ্চিত শিক্ষার্থীদের ৬০ জনকে শীতের জামা ‘উপহার’ প্রদান করা হয়। সেই সাথে বিদ্যালয়ের বাচ্ছাদের নিয়ে কেক কাঁটা হয়।

সে সময় উপস্থিত ছিলেন, দোহার- নবাবগঞ্জ উপজেলার এশিয়ান টিভির প্রতিনিধি আবু নাঈম মোহাম্মদ তাইমিয়া, মুহাম্মদ শাহ্ আলম, সোহাগ হোসাঈন আব্দুল হান্নান,মোঃ মোয়াজ,মোঃ ফয়সাল সহ বর্ণমালা বিদ্যালয়ের শিক্ষকরা।

আপনার মতামত দিন