দোহারে এইচএসসি’তে পাশের হার ৭৬.৫০%

মোট জিপিএ-৫ ৩৫ জন

725

২০১২ সালে প্রকাশিত ফলাফলে দেখা যায়, দোহারে এইচ এস সি’তে পাশের হার ৭৬.৫০%, মোট জিপিএ-৫ ৩৫ জন। সার্বিক ফলে জয়পাড়া কলেজে ১৫ জন জিপিএ-৫ পেলেও পাশের হার ৬৭.৯৭% যেখানে ঢাকা বোর্ডে পাসের হার ৮১ দশমিক ০৮

কলেজের নাম       মোট  পরিক্ষার্থী পাশ পাশের হার জিপিএ ৫ 

জয়পাড়া কলেজ    ৩৮৪  ২৬১     ৬৭.৯৭%           ১

মালিকান্দা কলেজ  ২০৭    ১৭৬    ৮৫.০৩%           ১১ 

পদ্মা কলেজ        ৩২৮   ২৬৬    ৮১.১০%           ০৯

সর্ব মোট           ৯১৯   ৭০৩     ৭৬.৫০%           ৩৫

আপনার মতামত দিন